স্পোর্টস ডেস্ক
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারানোর পর দ্বিতীয় টেস্টেও একই দল ধরে রেখেছে ভারত। চতুর্থ দিন প্রথম সেশনে ম্যাচ শেষ হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে।
সিরিজে ১-০ তে এগিয়ে ভারত এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অবস্থান করছে। ১০ টেস্টে তাদের অর্জন ৮৬ পয়েন্ট। বাংলাদেশ আছে ষষ্ঠস্থানে। শান্তদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দায়াল।