শনিবার, জুলাই ৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না যুগ্মসচিব আশরাফ!   * যুক্তরাষ্ট্র নয়, প্রথা ভেঙে ইউরোপ সফর করলেন কানাডার প্রধানমন্ত্রী   * যমুনা রেলসেতু : উদ্বোধন হলেও থেকে গেলো পথের কাঁটা   * শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ   * গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার   * নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক সুপারিশে ইসির   * চৈত্রের দুপুরে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি   * ময়মনসিংহে ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা   * জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা   * ফের ওভারে ৬ ছক্কা, রেকর্ডবইয়ে থিসারা পেরেরা  

   জাতীয়
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক সুপারিশে ইসির
  Date : 17-03-2025

স্টাফ রিপোর্টার : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের করা একাধিক সুপারিশের ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবনাও দিয়েছে তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ স্যারকে চিঠি দিয়েছি। চিঠিতে মতামত দেওয়ার কারণ হচ্ছে- ইসির ক্ষমতা খর্ব হয়েছে। খর্ব না হলে তো পাঠাতাম না। কমিশনের ভিন্নমত প্রকাশ করার সুযোগ আছে, সেখানে মতামত দিয়েছি।’

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইসির কাছে রাখার ব্যাপারে আখতার আহমেদ বলেন, ‘এনআইডি কার্ডের বিষয়ে আমাদের অভিমত হলো, এনআইডি আমাদের এখানে থাকা বাঞ্ছনীয়। কেননা, ২০০৭ সাল থেকে আমাদের অভিজ্ঞতা এবং স্কিলড করা হয়েছে। তাহলে এটা কেন নেওয়া হবে? বরং এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, কলেবরটা কী করে বহুমুখী করা যায়, সেটা করতে হবে। আমরা এখন ১৮৩টি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছি, সার্ভিসের উপযোগিতা আছে বলেই তো দেওয়া হচ্ছে।’

ভোটার ও নির্বাচনী আসন নিয়ে তিনি বলেন, ‘গ্রাম শূন্য হয়ে মানুষ বিদেশে যাচ্ছেন, শহরে আসছেন। এ জন্য শহরমুখী হয়ে যাচ্ছে আসন সংখ্যা। এটা না করে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় আসন করা উচিত।’

সুপারিশে নির্বাচনী ফলকে সার্টিফাই করার বিষয়ে ইসি সচিব বলেন, ‘৪৮ ঘণ্টার ভেতরে সার্টিফাই করার কথা বলা হয়েছে। আমরা মনে করি এটার দরকার নেই। নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফল দিচ্ছেন না। এটা গেজেট হচ্ছে, এটাই সার্টিফিকেশন। এমন কোনো ম্যাকানিজম কি আছে যে আমরা সার্টিফিকেশন দেব, কী করব? ম্যাকানিজম কী হবে, সেটা তো আবার আরেকটা দিকে যাবে।’

আখতার আহমেদ বলেন, ‘ইসির দায়বদ্ধতা ও কমিশনের শাস্তির বিষয়ে বলা হয়, ইসির শাস্তির ব্যবস্থা তো আছেই। শর্ত ভঙ্গ করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য... আইন পরিবর্তনে এটা কতটুকু বাস্তবসম্মত। অ্যাকাডেমিক দিক থেকে বিষয়টা যদি বলি- চাকরি শেষ হওয়ার পাঁচ বছর পর আপনি বললেন আমি ওই নির্বাচনে শর্ত ভঙ্গ করেছি। তাহলে পাঁচ বছর পর আজ কোর্টে দৌড়াতে হবে এটার জেরে ঘানি টানার জন্য। দিস ইজ রেশনাল? এটা যৌক্তিক? আমি ইমিডিয়েট শর্ত ভঙ্গ করেছি, এটা এখনই বলেন। আর নির্বাচন হচ্ছে এমনই পদ্ধতি যেখানে একজন জিতবেন, বাকিরা হারবেন।’

সংস্কার কমিশনে চিঠি পাঠানো হয়েছে, কয়টি বিষয়ে আপত্তি আছে?- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আপত্তি শব্দটির প্রতি আমার আপত্তি আছে। আপত্তি না, আমরা বলেছি আমাদের মতামত। আপত্তি বিষয়টা হলো জোরালো এবং বিষয়টাই ডিফারেন্ট। ইসি ভিন্নমত পোষণ করেছে।’



  
  সর্বশেষ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না যুগ্মসচিব আশরাফ!
যুক্তরাষ্ট্র নয়, প্রথা ভেঙে ইউরোপ সফর করলেন কানাডার প্রধানমন্ত্রী
যমুনা রেলসেতু : উদ্বোধন হলেও থেকে গেলো পথের কাঁটা
শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

সম্পাদক ও প্রকাশক : সফিকুর রহমান
কর্তৃক হোসেন কমপ্লেক্স (২য় তলা), ২৬৩, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক যোগাযোগ : ২১, রাজার দেউরি, কোতোয়ালী, ঢাকা-১১০০ । অফিস যোগাযোগ : ০১৭১৩-৪১৯৮৪২
ইমেইল: ajkerjibon.news24@gmail.com Website : www.ajkerjibon.com.bd