|
সাকিবকে কম বোলিং করানোর সিদ্ধান্তটা ছিল শান্তর |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্টে সাকিব আল হাসানকে কম ওভার করানো নিয়ে বিতর্ক এখনও চলমান। তার ওপর আঙুলে অস্ত্রোপচার নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে গতকাল স্টার স্পোর্টসের ধারাভাষ্যে ভারতের সাবেক স্পিনার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের বোলিং ফিঙ্গার নিয়ে সমস্যার কথা বলেছিলেন। অস্ত্রোপচারের কথাও ভিন্নভাবে উত্থাপন করেছিলেন তিনি। যাতে মনে হয়েছে, সাকিব বোধহয় নতুন করে ছুরি-কাঁচির নিচে গেছেন।
সাকিব অবশ্য অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেটা ছিল ৬ বছর আগে! ২০১৮ এশিয়া কাপে আঙুলে চোট পাওয়ার পরই এমনটা তাকে করতে হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়, সাকিব নতুন করে কোনও অস্ত্রোপচার করাননি। তাহলে প্রথম টেস্টে কেন বল হাতে দেখা যায়নি তাকে? প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে পরাজয়ের পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, সাকিবকে বোলিংয়ে দেরি করে আনা এবং কম ওভার করানোর সিদ্ধান্তটা ছিল তার নিজের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে সাকিব ভাইকে প্রয়োজনই পড়েনি। বিশেষ করে তিন পেস বোলার যেভাবে বল করছিল। মিরাজও ভালো বল করছিল। ফাস্ট বোলারদের দীর্ঘ সময় রাখার সিদ্ধান্তটা ছিল আমার। তাতে কিন্তু দ্রুত ৬ উইকেট নিতে পেরেছি।’
এটা ঠিক প্রথম তিনদিন চিপকের উইকেট পেসারদেরই সুবিধা দিচ্ছিল। তাই প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বল করতে আসেন সাকিব। তার পর হাত ঘুরিয়েছেন মাত্র ৮ ওভার। অথচ কাউন্টিতে সাকিব এর চেয়ে বেশি মাত্রায় হাত ঘুরিয়েছেন। আশ্চর্যজনক হলেও সত্য কাউন্টিতে এর চেয়ে বেশি বল করেছেন বামহাতি অলরাউন্ডার। সারের হয়ে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করে ৯ উইকেট নিয়েছেন। তার পর দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে নেন ৫ উইকেট। খরচ করেন ৯৬ রান।
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক : সফিকুর রহমান
কর্তৃক হোসেন কমপ্লেক্স (২য় তলা), ২৬৩, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক যোগাযোগ : ২১, রাজার দেউরি, কোতোয়ালী, ঢাকা-১১০০ । অফিস যোগাযোগ : ০১৭১৩-৪১৯৮৪২
ইমেইল:
ajkerjibon.news24@gmail.com
Website :
www.ajkerjibon.com.bd
|
|
|
|